অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মির থেকে ৫১ দিন পর কারফিউ প্রত্যাহার


একটানা ৫১ দিন ধরে কারফিউ চলার পরে সোমবার কাশ্মির রাজ্যের অধিকাংশ অঞ্চল থেকে কারফিউ প্রত্যাহৃত হল। তবে রাজ্যে উত্তেজনা রয়েছে এখনও, নতুন করে অশান্তির ভয়ও কিছু কম নেই।

রবিবার সারাটা দিন মোটামুটি শান্ত রয়েছে দেখেই কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ঐ ৫১ দিন সাধারণ মানুষকে অবর্ণনীয় অসুবিধের মধ্য দিয়ে যেতে হয়েছে। উপার্জন বন্ধ, খাবার বা ওষুধপত্রের জোগানও ছিল অনিশ্চিত। প্রতিবেশিরা সাধ্যমত পরস্পরের দেখাশোনা করে দিন কাটিয়েছেন।

উপরন্তু মোবাইল ফোন পরিষেবা বেশিটা সময়েই বন্ধ থাকায় খবরাখবর লেনদেনও এক রকম বন্ধ ছিল। কয়েকটা দিন তো খবরের কাগজের প্রকাশও সরকারের নির্দেশে বন্ধ থাকায় মানুষ আরও অনিশ্চয়তার শিকার হন। কারফিউ পাস না পাওয়ায় সাংবাদিকেরাও খবরাখবর সংগ্রহে বাইরে যেতে পারেননি। চারিদিকে কেবল গুজব আর গুজব। জনজীবনে এখন যেটুকু স্বাভাবিকতা ফিরে এসেছে, তাও কত দিন স্থায়ী হবে, এ প্রশ্ন সকলের মনে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG