ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দ্বিতীয় দিনের মত সহিংসতায় ৫ বিদ্রোহী এবং ৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়। ভারত বিরোধী প্রতিবাদ বিক্ষোভে বহু মানুষ আহত হয়।
কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দক্ষিণে শোপিয়ান জেলায় রবিবার এক বন্দুক লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর সহ ৫ বিদ্রোহী নিহত হয়। পুলিশ বিদ্রোহীদের গোপন আস্তানা ঘিরে ফেলেছিলো। বেসামরিক লোকজন মারা যায় যখন নিরাপত্তা বাহিনী স্থানীয় লোকজন যারা সমবেত হয় জঙ্গীদের সমর্থন জানানোর জন্য তাদের নিয়ন্ত্রণ করার লক্ষ্যে কাদানে গ্যাস আর বুলেট ব্যবহার করে।