বন্যা বিধ্বস্ত কেরালার জন্য পশ্চিমবঙ্গও ১০ কোটি টাকা সাহায্য করবে। এই রাজ্যের যাঁরা নানা কাজে কেরালা গিয়ে বন্যায় আটকে পড়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে দঃপূর্ব রেল দুটি স্পেশাল ট্রেন চালাচ্ছে। এছাড়াও পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী।