অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলমান সংগঠনকে 'চরমপন্থী' বলায় বাকযুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় ও আসাউদ্দিন ওয়েসির


সোমবার ভারতের কোচবিহারে এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হিন্দুদের মধ্যে যেমন চরমপন্থী আছে, তেমন মুসলমানদের মধ্যেও আছে। নাম না করেই তিনি হায়দরাবাদের অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম-কে ঠেস দিয়ে বলেন, ওরা বিজেপির থেকে টাকা নিয়ে পশ্চিমবঙ্গে ধর্মীয় মৌলবাদ ছড়াচ্ছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মমতা বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহারে এই মন্তব্য করেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। মঙ্গলবার এআইএমআইএম-এর নেতা আসাউদ্দিন ওয়াইসি এর জবাবে বলেন, উনি আমাদের দলকে সংখ্যালঘু চরমপন্থী বলে বিভেদের রাজনীতি করছেন। পশ্চিমবঙ্গে মুসলমানদের অবস্থা খুব খারাপ। দিদি ভোটের জন্য মুসলমানদের তোষণ করেও তো বিজেপিকে আটকাতে পারছেন না। তা নয়তো ৪২টার মধ্যে ১৮টা লোকসভা আসনে বিজেপি জিততে পারে?

XS
SM
MD
LG