অ্যাকসেসিবিলিটি লিংক

কুশপুতুল ও খেলনা বন্দুকেই নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করছে মাওবাদীরা


নতুন কৌশলকে কাজে লাগিয়ে কুশপুতুল ও খেলনা বন্দুকেই নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করছে মাওবাদীরা ছত্রিশগড় ও মধ্যপ্রদেশে।

বিধানসভা ভোটের আবহে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে ফের সক্রিয় হচ্ছে মাওবাদীরা৷ বেড়েছে তাদের নাশকতামূলক কার্যকলাপ৷ এই দুই রাজ্যে প্রায় প্রত্যেকদিনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা৷ এহেন পরিস্থিতিতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ ঘন জঙ্গলে গোপন অভিযান চালিয়ে সিআরপিএফ জওয়ানরা খোঁজ পেলেন বেশকিছু কুশপুতুলের৷ যেগুলির মুখে কাপড় বাঁধা, হাতে রয়েছে খেলনা বন্দুক এবং সেগুলিকে দেখতে পুরোপুরি মাওবাদীদের মতো৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, এই কুশপুতলগুলির দ্বারাই তাঁদের বিভ্রান্ত করার চেষ্টা করছে মাওবাদীরা৷জানা গিয়েছে, এই কুশপুতুলের কাছাকাছি এলাকার মাটিতে আইইডি বিস্ফোরক পুঁতে রাখছে মাওবাদীরা৷ যাতে জঙ্গলে টহলদারির সময় ভুল করে এগুলির উপর নিরাপত্তারক্ষীদের পা পড়ে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে৷

মাওবাদীদের এই নয়া কৌশলই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা বাহিনীর কাছে বলে খবর।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG