অ্যাকসেসিবিলিটি লিংক

ভোট বয়কটের হুমকি মাওবাদীদের, অযোধ্যা পাহাড়ে মিলল পোস্টার


ভোট বয়কটের হুমকি মাওবাদীদের, অযোধ্যা পাহাড়ে মিলল পোস্টার
ভোট বয়কটের হুমকি মাওবাদীদের, অযোধ্যা পাহাড়ে মিলল পোস্টার

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী সেখানে পা রাখতেই ভোট বয়কটের হুমকি দিয়ে পোস্টার পড়ল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জঙ্গলমহলে।

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী সেখানে পা রাখতেই ভোট বয়কটের হুমকি দিয়ে পোস্টার পড়ল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার জঙ্গলমহলে।

নির্বাচন ঘোষণার আগেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির ঝালদার খামার এলাকা থেকে পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। ঝালদা বনাঞ্চলের খামার বিট অফিসের বাইরে সাদা কাগজের উপর লাল কালিতে লেখা একাধিক মাওবাদী পোস্টার দেখতে পান সাধারণ মানুষজন। তারপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে ঝালদা থানার পুলিশ পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়।

মাওবাদীদের পোস্টারে শুধু ভোট বয়কটের ডাকই দেওয়া হয়নি। পাশাপাশি একদা মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমকে গ্রেপ্তারের পিছনে যে প্রাক্তন মাওবাদী তথা বর্তমানে স্পেশ্যাল হোমগার্ড পদে কর্মরত পুলিশকর্মীর ভূমিকা ছিল, তাঁকেও পোস্টারে নিশানা করেছে মাওবাদীরা। সেইসঙ্গে উল্লেখযোগ্যভাবে পেট্রল-ডিজেল-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কৃষি আইন বাতিল করার দাবিও তুলেছে তারা। তবে এই পোস্টারগুলি মাওবাদীদেরই কিনা, তা খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন, “এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তও শুরু হয়েছে।”

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00


XS
SM
MD
LG