অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত,মহাকাশ সন্ধানী উপগ্রহ উত্ক্ষেপন করেছে শ্রীহরিকোটার দ্বীপ থেকে – গন্তব্য মঙ্গলগ্রহ ।


ভারত , মহাকাশ সন্ধানী উপগ্রহ উত্ক্ষেপন করেছে আজ শ্রীহরিকোটার দক্ষিণ পূর্বাঞ্চলীয় উত্ক্ষেপন দ্বীপ থেকে – গন্তব্য মঙ্গলগ্রহ ।
ভারতের মহাকাশ গবেষণা কর্মসূচীর পক্ষ থেকে বলা হচ্ছে – তিন শ’ দিনের পথ পাড়ি দিতে এ মানুষবিহীন উপগ্রহ, উত্ক্ষেপনের ৪৪ মিনিট পর পৃথিবীর কক্ষপথে গিয়ে পৌঁছোয় । ISRO-র চেয়ারম্যান k Radhakrishnan বলেন – সব কিছুই চলছে ঠিকঠাক , পরিকল্পনা মোতাবেকই ।
বিষয়টি নিয়ে কলকাতা থেকেও প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষরায় ।
XS
SM
MD
LG