অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর প্রদেশে মোষ চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে খুন


mob lynching
mob lynching

গণপিটুনি রোধে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি সত্বেও উত্তর প্রদেশে আবার মোষ চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। এবারের ঘটনাস্থল বেরিলি জেলার একটি গ্রাম। আজ পুলিশ জানায়, শাহরুখ নামে বছর কুড়ির ওই যুবক দুবাইয়ে দর্জির কাজ করত, দিন কয়েক আগে দেশে ফিরেছে। গতকাল রাতে তিন বন্ধুর সঙ্গে সে বেরিয়েছিল, হঠাৎই জনা পঞ্চাশেক লোক মোষ চুরির অভিযোগে ওদের তাড়া করে। তিন বন্ধু দৌড়ে পালাতে পারলেও হতচকিত শাহরুখকে ধরে ফেলে ওরা প্রচণ্ড মারে। হাসপাতালে তার মৃত্যু হয়। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের নামে এফআইআর করা হলেও কেউ গ্রেফতার হয়নি। উল্লেখ্য, কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছিল, সরকার গণপিটুনিতে মৃত্যুর দায় এড়াতে পারে না। ইতিমধ্যে উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার কয়েকটি ব্যবস্থা নিয়েছে আর কেন্দ্র এব্যাপারে নতুন আইন আনছে। বিরোধী দলগুলির মতে, ব্যবস্থা খুব কম, এবং খুব দেরিতে।

কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী জানাচ্ছেন বিস্তারিত।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG