অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাকে মেক্সিকোতে যাবার আহবান জানালেন ভারতে মেক্সিকোর রাষ্ট্রদূত


যুক্তরাষ্ট্রের এইচ১বি ভিসার সমস্যায় ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থারা! তাতে কি, তাঁরা মেক্সিকোয় চলে আসুন না! এই আহ্বান জানালেন ভারতে মেক্সিকোর রাষ্ট্রদূত মেলবা প্রিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি বললেন, যুক্তরাষ্ট্রের বাজারের জন্য তারা মেক্সিকো থেকে কাজ করা যাবে। আরও মিলবে সহজ ভিসা, সস্তায় দক্ষ প্রশিক্ষিত কর্মী। মেক্সিকোও একই সময়-জোনে।

ইতিমধ্যেই ইনফোসিস ও টিসিএস-এর মত অগ্রণী তথ্যপ্রযুক্তি সংস্থারা মেক্সিকো থেকে কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত। মেক্সিকো থেকে আমেরিকায় অভিবাসন বিতর্ক সম্পর্কে তাঁর জবাব, ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ৮.৭ লক্ষ নাগরিক মেক্সিকো থেকে আমেরিকায় গিয়েছেন, কিন্তু আমেরিকা ছেড়ে মেক্সিকোয় ফিরে এসেছেন ১০ লক্ষ জন। তাহলে আর সমস্যাটা কোথায়! কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG