ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক টেনশন বেড়ে চলা এবং তার জেরে শিল্প থেকে অর্থনীতি তাবত ক্ষেত্রেই ভারতের ভাবমূর্তি যে প্রবল আঘাত আসছে তা সম্যক উপলব্ধি করে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার সব রাজ্যকে সংঘ্যালঘুদের উপর যে কোনো অত্যাচার হলেই ততক্ষণাত এফ আই আর করতে হবে বলে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যের মুখ্যসচিবদের জরুরী চিঠি লিখে জানিয়েছে.....একটি অপরাধ কোন পুলিশ থানা এলাকায় হয়েছে সেটা বিচার্য হবেনা। যেখানেই ঘটুক না কেন সর্বাগ্রে অভিযোগকারীদের এফ আই আর নিতেই হবে।
এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।