বুধবার বিকেলে মধ্য কলকাতায় রানি রাসমণি রোডের মোড়ে বিজেপির সহযোগী সংগঠন, হিন্দু সংহতি মঞ্চ, প্রকাশ্য মঞ্চে ১৪ সদস্যের এক মুসলিম পরিবারকে হিন্দু ধর্মে ধর্মান্তরণের আয়োজন করেছিল। সাংবাদিকরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে গেলেই সংগঠনের ক্ষিপ্ত সদস্যরা লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে সাংবাদিকদের ওপর। আহত হন কয়েকজন সাংবাদিক, কোনও মতে রক্ষা পায় ক্যামেরা ইত্যাদি। এই সভার জন্য উচ্চপদস্থ অফিসারদের নেতৃত্বে হাজির ছিল পুলিশবাহিনী, কিন্তু তারা হস্তক্ষেপ করে নি। এমনকি, মঞ্চের ওপর হাজির সংগঠনের নেতারাও নির্বিকার। সাংবাদিকদের ধারণা হয়, এই মারধর পরিকল্পিত। সিপিএম নেতা, মহম্মদ সেলিম বলেন, তৃণমূলের প্রশ্রয়েই যে বাড়ছে বিজেপি, এ ঘটনায় সেটাই বোঝা গেল। তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বললেন, এ ঘটনা রাজ্যের লজ্জা। অপরাধীদের পুলিশ কি ধরবে? সন্ধ্যা পর্যন্ত তা বোঝা গেল না।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।