অ্যাকসেসিবিলিটি লিংক

দেশ গঠনে হিন্দুদের ভূমিকার তুলনায় কোনো অংশেই কম নয় ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভূমিকা


এই দেশ গঠনে হিন্দুদের ভূমিকার তুলনায় কোনো অংশেই কম নয় ইসলাম ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভূমিকা। আমাদেলর সসংবিধানে তাই সমস্ত ধর্মের সমান অধিকারের কথা বলা হয়েছে। এমনটাই অভিমত এবং তার বক্তব্য দেশের প্রাক্তন বিচারপতি ডঃরাজেন্দ্র সাচারের। তিনি দেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে ইউ পি এ আমলে যে কমিশন করা হয়েছিল....তার দায়িত্বেও ছিলেন। কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে তাওহিদ এডুকেশনাল ট্রাষ্টের উদ্যোগে -ইসলামে সংলাপ,ঐক্যের প্রকাশ,অনৈক্যের নিরসন-শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়ে এমনই অভিমত প্রকাশ করলেন বিচার পতি ডঃ রাজেন্দ্র সাচার। দেশে বর্তমান অসহিষ্ণুতার পরিবেশে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রক নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়েও ক্ষোভ করেন তিনি।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG