নাগাল্যান্ডের মন জেলায় সন্দেহভাজন এনএসসিএন(কে) জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে অসম রাইফেলসের ২ জওয়ান শহিদ হয়েছেন। মন জেলার আবোই এলাকায় ভারত-মায়ানমার সীমান্তের কাছে এক জঙ্গলের ভিতর থেকে জঙ্গিরা প্রথম বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। কোলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।