ভারত আর নেপালের সম্পর্কের মধ্যে কিছু দিন ধরে একটি যেন শৈত্য এসেছিল । সম্পর্ক স্বাভাবিক করবার লক্ষ্যে নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি ৩ দিনের ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসলেন। দুজনের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে পরিকাঠামো উন্নয়নের জন্য ভারতীয় রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে নেপালকে। পাশাপাশি বিদেশে বাণিজ্যের প্রয়োজনে ভারতের মধ্যে দিয়ে জলপথে পণ্য যাতায়াতের জন্য সরাসরি সুযোগ পাবে নেপাল। এই দুই যোগাযোগের সুবাদে নেপালের পরিকাঠামোর সুদূরপ্রসারী উন্নতি হবে। বরাবরই নেপালের সঙ্গে ভারতের বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু নেপালের উত্তর দিকের প্রতিবেশী চিনও নেপালের ঘনিষ্ঠতা তৈরি করতে আগ্রহী। সেটা নিয়ে অস্বস্তিতে থাকছে ভারত। কিন্তু এই সফরের পরে ভারত যেন মেনে নিল, সার্বভৌম দেশ হিসেবে নেপাল নিজের সব সিদ্ধান্ত নিজেই নিক।