অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের নাগরিক হওয়া বাংলাদেশের ছিটমহলবাসীদের ভাবনা বাড়ছে


বাংলাদেশে থাকা যেসব ছিটমহলবাসী ভারতের নাগরিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, ছিটমহলগুলি ভারতে অর্ন্তভুক্তির ছয় মাস পরে কেমন আছেন তাঁরা?

বৃহস্পতিবার তারা সকলেই জীবনে প্রথম ভারতীয় নাগরিক হিসেবে ভোট দিতে পেরে খুশি। কিন্তু মনে অনেক ভাবনা। সরকারের তরফে তাদের থাকবার ঘর করে দেওয়া ছাড়াও ১৮ মাসের জন্য সব পরিবারকে বিনা মূল্যে চাল-তেল, দুধ ও কেরোসিন দেওয়ার কথা। তার ছয় মাস চলে গিয়ে পড়ে রয়েছে ১২টা মাস মাত্র। তারপর কি হবে?

বাংলাদেশের ভেতর থাকবার সময় তাদের জীবিকা ছিল চাষবাস, আর মাছ ধরা। কিন্তু এখন সেই সব জমি বা পুকুরের মালিকানা আর বজায় নেই। স্থানীয় মানুষ তাদের সন্দেহের চোখে দেখেন বলে কাজকর্মও তেমন জোটে না। অনেকেই তাই ভাবছেন, ভারতীয় নাগরিক হওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল তো? কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00

XS
SM
MD
LG