অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য কলকাতার শিয়ালদহে গ্রেপ্তার জেএমবি জঙ্গি আদতে একজন হাতুড়ে ডাক্তার


মধ্য কলকাতার শিয়ালদহ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জেএমবি জঙ্গি আদতে একজন হাতুড়ে ডাক্তার। স্পেশাল টাস্কফোর্স এসটিএফ সূত্রে জানা গেছে ডাক্তারির আড়ালে নতুন নতুন ছেলেদের জেহাদি কার্যকলাপে যুক্ত করার দায়িত্ব তার উপর ছিল।

প্রসঙ্গত বলা যেতে পারে দলাই লামার সফরের প্রাক্কালে বুদ্ধগয়া বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত শুক্রবার রাতে মধ্য কলকাতার শিয়ালদহের কাইজার স্ট্রিট থেকে মনিরুল ইসলাম নামে সক্রিয় জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করে এসটিএফ। এবং তার পরদিনই ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করেই এসটিএফের গোয়েন্দারা আরও নিশ্চিত হয়েছেন, সে ২০১২ সাল থেকেই জেএমবি’তে হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত ছিল। রাজ্যের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের বাসিন্দা মনিরুল মুকিমনগর সহ জেলার বিভিন্ন জায়গায় তার চেম্বার চালাত। ২০১০ সালে সে জেএমবি’র অন্যতম সক্রিয় সদস্য ইউসুফের সংস্পর্শে আসে। তারপরেই মুকিমনগর মাদ্রাসায় তার জেহাদি প্রশিক্ষণ হয়। গোয়েন্দা সূত্রের খবর, ডাক্তারির পাশাপাশি মনিরুল বিস্ফোরক বানানোতেও পারদর্শী ছিল। তাই বুদ্ধগয়ায় বিস্ফোরণের পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত করার অনেক দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00

XS
SM
MD
LG