অ্যাকসেসিবিলিটি লিংক

কুস্তিতে রূপো-জয়ী মহিলা কুস্তিগির-ও এ বার নতুন করে স্পনসরদের পছন্দের তালিকায়


একটা সাফল্য টেনে আনে আরও সাফল্যকে। এই যেমন এত দিন ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে আন্তর্জাতিক ভাবে সফল ছিলেন বেশির ভাগই ক্রিকেটাররা। ব্যাপক প্রচারের আলোয় থাকবার সুবাদে নানা সামগ্রীর স্পনসর হিসেবে এঁদের ভালই বাজারদর। কিন্তু গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক সাফল্যের মঞ্চে উঠে আসতে শুরু করেছেন অন্যান্য খেলাধূলোর নায়ক-নায়িকারাও। যথা, শ্যুটিং-এর ২০১২-র অলিম্পিকের সোনা-জয়ী অভিনব বৃন্দা কিংবা বক্সিং-এর ব্রোঞ্জ-জয়ী মেরি কম। এ ছাড়াও ব্যাডমিন্টনের সাইনা নেহাওয়াল, এ বারের রূপো-জয়ী পি ভি সিন্ধু ইত্যাদিরা। এঁরা তো আগে থেকেই নানা সামগ্রীর স্পনসর হিসেবে কাজ করে অর্থোপার্জন করছেন। এই তালিকায় নতুন নাম ঢুকল জিমন্যাস্টিকের মেডেল না জিতেও দেশের মানুষের মন-জয়ী জিমন্যাস্ট দীপা কর্মকার, কুস্তিতে রূপো-জয়ী মহিলা কুস্তিগির-ও এ বার নতুন করে স্পনসরদের পছন্দের তালিকায় ঢুকলেন। সর্ব অর্থেই এখন সাফল্যের মুখ দেখতে শুরু করলেন অন্যান্য ক্রীড়াবিদেরা।গৌতম গুপ্তের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG