অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের তৃতীয় সংক্রমণ এতটা ভয়াবহ হবে না বলছেন গবেষকরা


নতুন দিল্লিতে কভিড টেস্টের অপেক্ষায় মহিলারা
ফাইল ছবি, জুলাই ২, ২০২১ - এপি
নতুন দিল্লিতে কভিড টেস্টের অপেক্ষায় মহিলারা ফাইল ছবি, জুলাই ২, ২০২১ - এপি

নতুন দিল্লির বাজারে ক্রেতাদের ভিড়। তারা গ্রীষ্মকালীন ছাড়’এর সুযোগ নিতে ব্যস্ত I জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর টেবিলগুলি ছিল প্রায় ভর্তি। আর সপ্তাহান্তের ছুটি শুরু হবার সঙ্গে সঙ্গে রাস্তায় যানজট দেখা যায় ।

এ যাবত্কালীন সবচাইতে দ্রুতসংক্রমণশীল ডেল্টা প্রকরণ ৩ মাস ধরে দেশটির জনবহুল শহর ও বিস্তীর্ণ গ্রামীণ এলাকা , নতুন দিল্লি ও মুম্বাইয়ের মত ঘনবসতিপূর্ণ এলাকা তছনছ করে দেবার পর আবার মুখরিত হয়েছে হাট-বাজারI ফেরিওয়ালারাআবার সরব, সরকারি পরিবহন আবারোও ফিরে এসেছে রাস্তায় রাস্তায়I

বিশ্বের বহু দেশ যখন ডেল্টা উপকরণ ঠেকাতে হিমশিম খাচ্ছে, এর উৎপত্তিস্থল, ভারত পেয়েছে কিছুটা অবকাশI তবে ব্যতিক্রম, দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্য, যেখানে সংক্রমিত হচ্ছেন দেশটির দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক লোকI

যেসব গবেষক আগেও ভারতের কভিড সংক্রমণ নিয়ে ভবিষ্যৎবাণী দিয়েছেন, বলেন, আগামী সপ্তাহগুলিতে তৃতীয় একটি সংক্রমণের ডেউ'র ঝুঁকি থাকলেও, তা এতটা ভয়ংকর হবে নাI

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি'র প্রফেসর মনিন্দ্র আগারওয়াল বলেন, "দেশে কাজকর্ম শুরু হওয়ার পর, সংক্রমণ বাড়বে ধীর গতিতে, তবে উল্লেখযোগ্য হারে নয়, ডেল্টা ভ্যারিয়েন্ট প্রধান্য বিস্তার করবে এটা অনুমান করেও বলা যায় যেএর চেয়ে আর ও বেশি সংক্রমণশীল প্রকরণ আমরা দেখতে পাচ্ছি না।

XS
SM
MD
LG