অ্যাকসেসিবিলিটি লিংক

সিকিমে ভারতীয় সেনাদের নিহত হবার খবর মিথ্যা: ভারতের বিদেশমন্ত্রক


ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে, ভারত ভূটান চীন সীমান্ত অঞ্চল ডোকা লা নিয়ে ভারত-চীন অচলাবস্থার মধ্যেই জাল ভিডিও ও মিথ্যে খবর ছড়িয়ে পরিস্থিতি আরও বিষিয়ে দিতে উদ্যোগী পাকিস্তান। পাক সংবাদ মাধ্যম আচমকা দাবি করেছে, চীনা সেনাবাহিনীর হাতে সিকিমে প্রাণ হারিয়েছেন একশো আটান্ন জন ভারতীয় সেনা।

কিন্তু চীন বা ভারত, কোনও দেশের সংবাদমাধ্যম এ নিয়ে একটা শব্দও উচ্চারণ না করায় এটা যে ভুয়ো খবর তা পরিষ্কার হয়ে গিয়েছে। প্রথম খবরটি ছড়ায় দুনিয়া নিউজ টিভি নামে একটি অপরিচিত পাক সংবাদমাধ্যম। জাল ভিডিও প্রকাশ করে তারা দাবি করে, চীনা রকেট হামলায় একশো আটান্ন জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। এরপর ডন টিভিও এমনই একটি রিপোর্ট প্রকাশ করে। এ নিয়ে টুইটারে পাক নাগরিকদের হইচই পড়ে যায়। প্রশস্তিতে ভরিয়ে দেওয়া হয় চীনকে।

ভারতের বিদেশমন্ত্রক পরিষ্কার জানিয়ে দেয়, এইসব রিপোর্ট সম্পূর্ণ মিথ্যে, জাল ও উদ্দেশ্যপ্রণোদিত। কোনও দায়িত্বশীল সংবাদমাধ্যমের এই ভুয়ো খবর প্রচার উচিত নয়। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG