অ্যাকসেসিবিলিটি লিংক

আর্ন্তজাতিক আদালতে কূলভূষণ যাদবের দণ্ডাদেশ নিয়ে শুনানি ২০১৯ সালের ফেব্রুয়ারি'তে


পাকিস্তানে গুপ্তচর বৃত্তির দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর অফিসার কূলভূষণ যাদবের দণ্ডাদেশ নিয়ে দ্য হেগ এর আন্তর্জাতিক আদালতে শুনানি ধার্য হয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে।

পাকিস্তানের দাবি, কূলভূষণ ইরান থেকে পাকিস্তানে ঢুকেছিলেন গুপ্তচর হিসেবে। বালুচিস্তানে তিনি ধরা পড়েন এবং সামরিক আদালতে বিচারে তাঁর প্রাণদণ্ড হয়। ভারতের বক্তব্য, কূলভূষণ স্বেচ্ছায় পাকিস্তানে ঢোকেননি। পাক চরেরা তাঁকে ইরান থেকে গুম করে নিয়ে গিয়েছে। তাঁর মুক্তির জন্য ভারত আন্তর্জাতিক আদালতে আপিল করে। ঐ আদালত পাকিস্তানকে বলে, তাদের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাণদণ্ড যেন কার্যকর করা না হয়। আজ জানা গিয়েছে, আন্তর্জাতিক আদালতে ২০১৯ সালের ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।

please wait

No media source currently available

0:00 0:00:34 0:00

XS
SM
MD
LG