অ্যাকসেসিবিলিটি লিংক

রাজ্যপাল নয়, জম্মু-কাশ্মিরের প্রধান সদর-এ-রিয়াসত!


১৯৬৫ সালে জম্মু-কাশ্মির রাজ্যের নিজস্ব সংবিধান সংশোধন করে রাজ্যের প্রধানকে সদর-এ-রিয়াসত না বলে দেশের অন্যান্য রাজ্যের প্রধানের মত রাজ্যপাল বলবার নিয়ম করে দেওয়া হয়।

কিন্তু রাজ্যের হাইকোর্ট এক নির্দেশে বলেছে, ঠিক যেমন রাজ্যের সংবিধান প্রণয়ন করেছিল সাংবিধানিক সভা, তেমনই তা সংশোধন করতে হলেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। অতএব ওই সংবিধান সংশোধন প্রক্রিয়া সঠিক ছিল না। সুতরাং পুরনো সম্বোধনই ফিরিয়ে আনতে হবে। তেমনই রাজ্যের নিজস্ব পতাকা ওড়াতে হবে সমস্ত সরকারি বাড়িতেও।

ভারতের স্বাধীনতা লাভের পরে কাশ্মির যখন ১৯৪৭ সালে ভারতীয় যুক্তরাষ্ট্রে যোগ দিয়েছিল, তখনই রাজ্যকে বিশেষ কয়েকটি অধিকার দেওয়া হয়েছিল। বিজেপি অবশ্য বরাবরই বিশেষ অধিকারের বিরোধী। তাদের মতে, এর ফলেই রাজ্যের মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবাদী ঝোঁক চাড়া দিয়ে ওঠে। এবার তারা কি করবে, তা জানা যায়নি।

অর্ধ শতাব্দী পরে ওই সংবিধান সংশোধনকে অবৈধ ঘোষণা করা হলে তা নিয়ে এবার যে বিস্তর জটিলতা সৃষ্টি হতে পারে, তা বলাই বাহুল্য।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG