রমজান মাস উপলক্ষে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত আগেই ঘোষণা করা হয়ে ছিল কেন্দ্রের তরফে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, রমজান চলাকালীন যদি জঙ্গিরা হামলা চালায়, তাহলে প্রত্যাঘাত হানতে জওয়ানদের হাত বাঁধা থাকছে না। হামলা হলে প্রত্যাঘাত হবে। এরই মধ্যে পাক সেনাবাহিনীর তরফে গতকাল মঙ্গলবার এই দাবি করা হয়েছে, দুই দেশের ডিজিএমও-র মধ্যে একটি বিশেষ হটলাইন তৈরি করা হয়ে বলে খবর। নিয়ন্ত্রণ রেখায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন দুই দেশের ডিজিএমও। সীমান্তে বসবাসকারী মানুষ যেভাবে সমস্যার মুখে পড়ছেন, তার সমাধানে ও শান্তি রক্ষায় দায়িত্বপূর্ণভাবে পদক্ষেপ করার বিষয়ে সহমত হয়েছেন দুই দেশের ডিজিএমও।