অ্যাকসেসিবিলিটি লিংক

আটষট্টি শতাংশ পাকিস্তানি ভারতের সঙ্গে আলোচনার পক্ষে


পশ্চিমবঙ্গ রাজ্যের বেসরকারী এক টেলিভিশন চ্যানেলে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে আটষট্টি শতাংশ পাকিস্তানিই ভারতের সঙ্গে আলোচনার পক্ষে। এমনই তথ্য উঠে এসেছে গ্যালপ ইন্টারন্যাশনালের পাক শাখা 'গ্যালপ পাকিস্তান' থেকে চালানো সমীক্ষায়। সমীক্ষায় জানা গেছে বেশিরভাগ পাকিস্তানিই ভারতের সঙ্গে আলোচনায় বসার পক্ষে।

সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে গিলানি রিসার্চ ফাউন্ডেশন। পাকিস্তানের চারটি প্রদেশ-পঞ্জাব, সিন্ধ, বালোচিস্তান ও খাইবার পাখতুনখোওয়ার শহর ও গ্রামীণ এলাকার এক হাজার আটশো পয়ত্রিশ জনের ওপর ওই সমীক্ষা চালানো হয়। প্রশ্ন ছিল- তাঁরা ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার পক্ষে কিনা। গত বছরের ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবরের মধ্যেই এই সমীক্ষা চালানো হয় বলে খবর।

please wait

No media source currently available

0:00 0:00:41 0:00

XS
SM
MD
LG