অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে শাসকের সন্ত্রাস না থামলে কোন নির্বাচন নয়ঃ মুকুল রায়


শাসকের সন্ত্রাস না থামলে পশ্চিমবঙ্গে নির্বাচন নয়, নির্বাচন কমিশনকে জানিয়ে এলেন প্রাক্তন তৃণমূল সাংসদ বর্তমান বিজেপি নেতা মুকুল রায়।

এখনই লোকসভা নির্বাচন করার পরিস্থিতি পশ্চিমবঙ্গে নেই। অন্য রাজ্যে ভোট হয়ে যাওয়ার পরই এরাজ্যে নির্বাচন করা হোক- এই দাবি নিয়ে সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি নেতা মুকুল রায়।গতকাল রাজ্যের আসানসোলে বিজেপির বাইক মিছিলে হামলায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ জানাতেই নির্বাচন কমিশনের যান বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে রাজ্যের চিফ ইলেকশন অফিসারের কাছে নানা অভিযোগ করেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে নির্বাচনের পরিস্থিতি নেই। এই প্রশাসন দিয়ে ভোট করা যাবে না।” তিনি আরও বলেন, “যে ভাবে আমাদের বাইক মিছিলে হামলা হয়েছে, তা গণতন্ত্র বিরোধী।” যে সব থানার ওসিরা এই কাজ করেছেন, তাঁদের সরানোর দাবি জানিয়েছেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, “ কলকাতা পুলিসের যে সব আধিকারিকদের তিন বছরের কথা মাথায় রেখে সরানো হচ্ছে, তাঁদের ব্যাক ডোর দিয়ে ফের ফিরিয়ে আনা হচ্ছে।এদিন সিইও-র কাছে একাধিক অভিযোগ করেন মুকুল রায়। বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে বলেন , “ অভিযোগ জানিয়েছি। সুবিচার না পেলে নির্বাচন কমিশনের সামনেই ধরনায় বসব আমরা।” উল্লেখ করা যেতে পারে গত ২০০৯ সালে একইভাবেই নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল কংগ্রেস।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG