ভারতে বেআইনী অস্ত্রকারবারের সঙ্গে যুক্ত সন্দেহে গ্রেপ্তার হওয়া চার পাচারকারীর বয়ানে উঠে এসেছে, কলকাতা শহরের অদূরে অস্ত্রের কারখানা থাকার মত চাঞ্চল্যকর তথ্য। বিহারের মুঙ্গেরে উদ্ধার হওয়া আশিটি অস্ত্রের খোল পাচার হয়েছিল কলকাতা থেকে, পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই দাবি করেছে পাচারকারীরা।
বিহার পুলিশের সন্দেহ, কলকাতা বা তার আশপাশেই তৈরি হচ্ছে পিস্তলের খোল। কলকাতা হয়ে তা পৌঁছে যাচ্ছে মুঙ্গেরের বেআইনি অস্ত্র কারখানায়। এই খোলগুলির ভিতরে যন্ত্রাংশ বসিয়েই তৈরি হচ্ছে পিস্তল। পরে ‘অর্ডার’ মাফিক তা পাচার হচ্ছে এই রাজ্যেও।
পুলিশ সুত্রে খবর, সন্দেহভাজন কয়েকজন সবজি বিক্রেতার সন্ধান চালানো হচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কারণ, সবজির আড়ালেই যে কলকাতা থেকে বিহারে অস্ত্র পাচার হচ্ছে, সেই খবর এসেছিল পুলিশের কাছে। কয়েকজন পাচারকারীর মোবাইল ফোনের সূত্র ধরেই এই খবর পায় পুলিশ।