করোনা আবহে সংক্রমণ ঠেকাতে আপাতত টোকেন ব্যবহার বন্ধ রাখার কথা ভাবছেন কলকাতার মেট্রো রেল কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে মেট্রো সফরে স্মার্ট কার্ডই হবে একমাত্র মাধ্যম। কর্তৃপক্ষের মতে, ওই ব্যবস্থায় যাত্রীদের মধ্যে স্পর্শজনিত সংক্রমণ ছড়াবে না। সূত্রের খবর, এ জন্য মেট্রোর তরফে অতিরিক্ত স্মার্ট কার্ডের বরাতও দেওয়া হয়ে গিয়েছে।
আগামী ১ জুলাই থেকে মেট্রো চালানোর বিষয়ে রাজ্যের আগ্রহের কথা গতকালই শুক্রবার পশ্চিমবঙ্গ সরকার রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান। এর প্রেক্ষিতে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “রেল বোর্ডের কাছ থেকে এখনও কোনও নির্দেশ আসেনি। নির্দেশ পেলে তা মেনেই পরিষেবা শুরু হবে।”
মেট্রো সূত্রের খবর, ভিড় ছাড়াও আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক বিষয় সামলানোর জন্য তাদের রাজ্য প্রশাসন এবং পুলিশের সাহায্যের প্রয়োজন হবে। এই সম্পর্কে দু'পক্ষের আলোচনার পরেই পরিষেবা শুরুর খুঁটিনাটি চূড়ান্ত হবে বলে খবর।