খোদ কলকাতার বুকে পুলিশের অভিযান জালে ধরা পড়ল কুখ্যাত মাওবাদী। কলকাতার হাওড়া ব্রিজ সংলগ্ন স্ট্র্যান্ড রোডের একটি ডেরায় অভিযান চালায় পুলিশ। গোপন ডেরা থেকে সুনীল কুমার সিং নামে ওই মাওবাদীকে গ্রেপ্তার করেন নর্থপোর্ট থানার পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে খবর, বিহারের লক্ষীসরাই জেলার পিরি বাজারের থানার অন্তর্গত বরিয়ারপুর গ্রামের বাসিন্দা ৩৭ বছর বয়সী সুনীল। প্রায় মাস পাঁচেক আগে ওই রাজ্যেই পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জড়ায় ওই মাওবাদী ও তার দল। তারপর কলকাতায় এসে গা ঢাকা দিয়ে ছিল সে।
বিগত কয়েক মাস ধরেই স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় বাড়িভাড়া করে থাকত সুনীল। জীবিকার জন্য বড়বাজারে ঠিকা শ্রমিক জোগান দেওয়ার কাজ করত সে। অপহরণ, তোলাবাজি, খুন-সহ একাধিক মামলা রয়েছে সুনীলের বিরুদ্ধে। ইউএপিএ আইনেও তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। ইতিমধ্যেই ধৃত মাওবাদীকে হেফাজতে নিতে আবেদন জানিয়েছে বিহার পুলিশের একটি টিমও বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে ।