অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং


আজ রবিবার হরিয়ানার পঞ্চকুলায় এক সভায় কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে পাকিস্তানকে বার্তা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে।

হরিয়ানা সংশ্লিষ্ট সভায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন আমাদের প্রতিবেশী দেশ এনিয়ে দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বলেছে কাশ্মীর নিয়ে ভুল করেছে ভারত। আমরা বলছি, এবার যদি পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা হয় তাহলে কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। তবে জঙ্গি মদত বন্ধ করতে হবে পাকিস্তানকে।আজ রবিবার হরিয়ানার পঞ্চকুলার সভায় এ একথা সাফ জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।পাকিস্তানকে নিশানা করে এদিন রাজনাথ সিং বলেন, ‘আমরা ৩৭০ ধারা বাতিল করলাম আর প্রতিবেশী দেশ দুর্বল হয়ে গেল! ওরা এখন দুনিয়ার বিভিন্ন দেশে ছোটাছুটি করছে।সংশ্লিষ্ট সভায় দেশের বিরোধীদেরও আক্রমণ করেন রাজনাথ সিং । তিনি বলেন , বিরোধীরা বলে বেড়াতো, বিজেপি ৩৭০ ধারাকে ছুঁতেও পারবে না। কাশ্মীরের এই ধারা যদি বাতিল করে তাহলে আর ক্ষমতায় ফিরতে পারবে না। ক্ষমতায় এসেই ৩৭০ বিলোপ করেছে কেন্দ্র সরকার বলে জানান তিনি।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG