সহজ অঙ্কটা সকলেরই জানা যে, ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি মাত্র ৩১% ভোট পেয়ে ক্ষমতায় এসেছে। কেননা, বাকি ৬৯% বিরোধী ভোট বহু দলের মধ্যে বিভক্ত। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ৪ দিনের দিল্লি সফরে দেখা করেন অন্তত এক ডজন বিরোধী নেতা-নেত্রীর সঙ্গে। বিজেপি-বিরোধী জোট নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হল, বিজেপির বিরুদ্ধে প্রতি আসনে একজন প্রার্থী দিতে হবে। তাহলে বিজেপির পরাজয় অবশ্যম্ভাবী। কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে অনেক আঞ্চলিক দলেরই আপত্তি থাকলেও বৃহত্তর স্বার্থে তা করতেই হবে, এমন বুঝিয়েছেন মমতা। ঐ জোটের নেতা হিসেবে রাহুল গান্ধীকে মানতে অবশ্য রাজি নন মমতা। কিন্তু নির্বাচনের পরে বিষয়টি ভাবা যেতে পারে। যে রাজ্যে যে দলের বেশি শক্তি, প্রার্থী বাছার সময় সেটা মনে রাখতে হবে। অতীতে জোট সরকারগুলি স্বল্পায়ু ছিল। এ বার তা যেন না ঘটে, সেটাও ভাবার কথা।
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।