অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় পাঁচ সাধুকে রাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন


India

বিজেপি-শাসিত মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর মন্ত্রিসভায় ৫ জন সাধুকে রাষ্ট্রমন্ত্রী নিয়োগ করলেন। ভারতের মত ধর্মতাড়িত দেশে ধর্মের সঙ্গে রাজনীতির নিকট সম্পর্ক নতুন নয়। উত্তর প্রদেশে খোদ মুখ্যমন্ত্রীই যোগী আদিত্যনাথ। কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সাধ্বী উমা ভারতী। কিন্তু তা বলে পাঁচ-পাঁচ জন সাধু একই মন্ত্রিসভার মন্ত্রী? বলা বাহুল্য, এঁরা সবাই বিজেপি-র সমর্থক বা সদস্য। ঐ রাজ্যে বিধানসভা ভোট নভেম্বরে। এই সাধুরা মন্ত্রী হয়েই অবস্থান বদল করলেন। দুজন জানালেন, সরকারী দুর্নীতির বিরুদ্ধে প্রচারে তাঁরা আর নেই। আরেক মন্ত্রী বললেন, নর্মদা নদীর সংরক্ষণের জন্য সাধুসন্তদের নিয়ে কমিটি গড়েছে সরকার, তাতে তিনি সন্তুষ্ট। সম্প্রতি চৌহান সরকারের কাজকর্মের বিরুদ্ধে আন্দোলনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন এই সাধুরা, মন্ত্রী হয়েই এঁদের মত বদলে গিয়েছে। তবে কি সাধারণ মানুষের মত সাধুরাও তোষণে সন্তুষ্ট হয়ে সরকার বিরোধিতা থেকে সরকার সমর্থক হয়ে ওঠেন?
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:22 0:00

XS
SM
MD
LG