বিজেপি'র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের বিজেপি'র কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালানো হচ্ছে। আজ মঙ্গলবার গুজরাটে অনুষ্ঠিত দলের এক কর্মসূচি থেকে বিজেপি'র সর্বভারতীয় সভাপতি এই অভিযোগ তোলেন।
তাঁর দাবি, পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর ক্রমশই অত্যাচার চালানো হচ্ছে। বিজেপির যেকোন কর্মসূচিতেই বাধা দেওয়া হচ্ছে। বিজেপিকে মিছিলের অনুমতি দেওয়া হচ্ছে না, হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না। এরপরই তিনি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন।