পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তার দলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। আজ দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের ৪২টি আসনের প্রার্থীর নাম জানালেন তৃণমূল নেত্রী। আর সে প্রার্থী তালিকায় ঠাঁই পাননি অনেক সাবেক সাংসদ। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।