কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী আগামী ১৫ মার্চ পশ্চিমবঙ্গে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রদেশ কংগ্রেস এ কথা জানিয়েছে।
রাজ্যের উত্তরবঙ্গের মালদহ জেলা থেকেই দেশের আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। সদ্য কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূলে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম নূরের কেন্দ্র উত্তর মালদহতেই প্রথম নির্বাচনী সভা করবেন রাহুল গান্ধী। যদিও লোকসভার রণকৌশল নিয়ে বেশ ধন্দে রয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। রাজ্য কংগ্রেসের নেতারা সিপিএমের সঙ্গে জোটের পক্ষে।
অথচ, আসন সমঝোতার জটিল অঙ্ক কিছুতেই সমাধান করা সম্ভব হচ্ছে না বলেই প্রদেশ কংগ্রেস সূত্রের খবর। এরই মধ্যে দলীয় কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে রাজ্যে আসছেন রাহুল গান্ধী। রাজ্যে এসে রাহুল গান্ধী কংগ্রেস কর্মীদের কী বার্তা দেন সেটাই দেখার অপেক্ষায় রাজ্যের রাজনৈতিক মহল। কারণ, কেন্দ্রীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করে লড়ার কথা ইতোমধ্যেই ঘোষণা করেছে কংগ্রেস।