ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে গঙ্গার উপর ভারতের প্রথম আন্তর্জাতিক মানের নদী-বন্দরের উদ্বোধন করলেন কলকাতা থেকে আসা প্রথম মালবাহী জলযানের মাধ্যমে। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ বৃদ্ধির জন্য প্রতিটি নদীপথকে কাজে লাগাতে হবে।
এটাই প্রথম, তবে হলদিয়া থেকে শুরু করে গঙ্গার উপর এরকম পাঁচটি বন্দর তৈরি হচ্ছে মোট ৫৩৭০ কোটি টাকা খরচ করে। যার অর্ধেকটা দিচ্ছে বিশ্বব্যাংক। শুধুমাত্র বন্দর নয়, এগুলোকে বলা হচ্ছে মাল্টিমডেল টার্মিনাল। প্রতিটি বন্দরের সঙ্গে কাছাকাছি গুরুত্বপূর্ণ শহরের জলপথ ছাড়াও সড়ক ও রেলপথে যোগাযোগ থাকবে।
কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী নীতিন গডকড়ী জানিয়েছেন, এগুলো শুধু যে সারা দেশজুড়ে পণ্য পরিবহনের খরচ কমাবে, তাই নয়, উত্তর ভারতের সঙ্গে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সংযোগে সাহায্য করবে এবং পরে বাংলাদেশের নদীবন্দর পর্যন্ত এই যোগাযোগ বিস্তৃত হবে।