অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতা


Press Club of India President Gautam Lahiri addresses a gathering of journalists in New Delhi, India, April 3, 2018. India's Ministry of Information and Broadcasting on Tuesday withdrew a sweeping new order clamping down on journalists accused of spreadi
Press Club of India President Gautam Lahiri addresses a gathering of journalists in New Delhi, India, April 3, 2018. India's Ministry of Information and Broadcasting on Tuesday withdrew a sweeping new order clamping down on journalists accused of spreadi

আজ, তেসরা মে সারা পৃথিবীতে পালিত হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবস হিসেবে। কিন্তু ভারতে সাংবাদিকরা কাজে কতটা স্বাধীনতা পান? একটি সংবাদ সূত্র অনুসারে. ২০১৮ সালের প্রথম ৪ মাসের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়ে খুন হয়েছেন ৩ জন সাংবাদিক। এ ছাড়া ১৩টি অবাঞ্ছিত ঘটনা ঘটে গেছে, ৫০টি ক্ষেত্রে সংবাদ সেনসরশিপের ঘটনা ঘটেছে। ২০১৭ সালে অবশ্য খুন হয়েছিলেন ১১ জন সাংবাদিক। অবস্থা ভালর দিকে, সরকার বলতেই পারে! কোথাও সরকারের বিরুদ্ধে প্রতিবেদন, কোথাও-বা বেসরকারি দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুলিশ-প্রশাসনের হাতে আক্রান্ত সাংবাদিকেরা
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG