ভারতের হরিয়ানা রাজ্যের সংরক্ষণ আন্দোলন এবার ছড়িয়ে পড়ল প্রতিবেশী রাজ্য রাজস্থানেও। অবশ্য দিল্লিতে জল সরবরাহ স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু রেল ও সড়ক পরিবহণ এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মদনলাল খাট্টারকে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনার জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়। এক দিকে হরিয়ানা সরকার আন্দোলনকারীদের শান্ত করবার জন্য কিছু একটা সংরক্ষণের প্রতিশ্রুতি দিলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত এদিন মন্তব্য করেন, সংরক্ষণের সুবিধা কারোর জন্মগত অধিকার নয়।
পিছিয়ে-পড়া নিম্ন বর্ণের মানুষদের জন্য সরকারি চাকরিতে মোট সংরক্ষণ ৫০ শতাংশ যেন অতিক্রম না করে, এই নির্দেশ আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। কাজেই হরিয়ানা কি উপায়ে জাঠদের নতুন করে সংরক্ষণের ব্যবস্থা করে দেবে, তা বোঝা যাচ্ছে না।
একদিকে নতুন নতুন সংরক্ষণের যেমন দাবি বাড়ছে, উচ্চ বর্ণ ও সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত মানুষ পাল্টা দাবি তুলছে, সংরক্ষণ বাতিল করা হোক। নাহলে যোগ্যতার প্রতি সুবিচার করা হয় না। কলকাতা থেকে গৌতম গুপ্ত।