এতদিন পর্যন্ত অনাবাসী ভারতীয়রা ভোট দিতে পারতেন, তবে সশরীরে হাজির থেকে৷ এবার তাদের সুবিধার্থে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ বিল পাশ হলে এবার থেকে প্রক্সি ভোট দিতে পারবেন তাঁরা৷ এখন জানারকি এই প্রক্সি ভোট?‘প্রক্সি ভোট’-এর ক্ষেত্রে ভোটারের কোনও আত্মীয় তাঁর হয়ে ভোট দিতে পারবেন।এই নিয়ম এবার থেকে অনাবাসী ভারতীয়দের জন্য চালু করা হতে পারে৷ নোট বাতিল ও জিএসটি এর মতো কিছু সাহসী সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নেওয়ার পর এবার কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারেরলক্ষ্য এন. আর. আই ভোটিং চালু করা। রিপ্রেজেন্টেটিভ অব্ পিপল্ অ্যাক্টে বদল আনার কথা ভাবছে কেন্দ্রের সরকার৷ এই নয়া নিয়মের বাস্তবায়নের জন্য সংসদের শীতকালীন অধিবেশনে বিল পাস করা হবে।এক্ষেত্রে অনাবাসী ভারতীয়দের পরিবারের একজনই ভোট দেওয়ার জন্য মনোনয়ন পাবেন৷ পাশাপাশি, প্রতি বছর অনাবাসীদের নতুন প্রক্সি ভোটার মনোনীত করতে হবে৷ একজন প্রক্সি ভোটার একজনের হয়েই ভোট দিতে পারবে।অন্যদিকে, লিঙ্গবৈষম্য দূর করতে বিলে স্ত্রী শব্দের বদলে ‘স্পাউস’ শব্দের ব্যবহার করা হবে বলে জানা গেছে৷
বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।