অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ


India
India

ভারতের কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি শুরু করেছে নয়াদিল্লি৷

আজ শুক্রবার দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে৷ এবং এদিনই ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার সোহেল মেহমুদকে তলব করে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক৷ জঙ্গি কার্যকলাপে যেভাবে দিনের পর দিন মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান, তীক্ষ ভাষায় ইসলামাবাদের সেই ভূমিকার নিন্দা করা হয়েছে৷ পাশাপাশি বলা হয়েছে, জইশ জঙ্গিদের নির্মূল করতে, শীঘ্রই কড়া পদক্ষেপ নিক পাকিস্তান৷ না হলে চরম পদক্ষেপ গ্রহণ করবে ভারত৷ ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর ভারতের বিদেশ মন্ত্রকের তলব পেয়ে আজই সাউথ ব্লকে গিয়েছিলেন পাক হাই কমিশনার সোহেল মেহমুদ৷ এদিন ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে পাক রাষ্ট্রদূতকে বলেন, ‘‘সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান৷ নাহলে ফল হবে মারাত্মক৷’’

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG