অ্যাকসেসিবিলিটি লিংক

প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা কমাতে উদ্যোগ নিয়েছে ভারত


রেলের প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়েই ভারতীয় রেলের মোট দুর্ঘটনার ৪০% ও মোট প্রাণহানির ৬০% ঘটে। অথচ, রেলমন্ত্রী সুরেশ প্রভুর লক্ষ্য হল, ভারতীয় রেলে দুর্ঘটনা একেবারে শূন্যে নামিয়ে আনা।

তিনি জানিয়েছেন, অন্তত লেভেল ক্রসিংয়ের দুর্ঘটনা বন্ধ করতে একটি সহজ উপায় ভাবা হয়েছে। তা হল, কোনও ট্রেন লেভেল ক্রসিংয়ের এক কিলোমিটারের মধ্যে এলেই বেজে উঠবে সাইরেন আর জ্বলতে থাকবে সতর্কতা জ্ঞাপক আলো। মন্ত্রীর আশা, এই দু-দুটি সতর্কতায় সচেতন ও সচকিত হয়ে গাড়ির চালক কিংবা পথচারীরা বিপজ্জনক ভাবে রেলপথের ওপর এসে পড়বেন না।

ভারতীয় রেলপথের ওপর মোট লেভেল ক্রসিংয়ের সংখ্যা ৩০,৩৪৮। আর তার মধ্যে প্রহরীবিহীন লেভেল ক্রসিং হল ১১,৫৬৩টি। এগুলির অধিকাংশই একেবারে বসতিশূন্য কিংবা জনমানবহীন অঞ্চলে। তাই এ সব ক্রসিংয়ে প্রহরীও রাখা হয় না বা ফ্লাইওভার নির্মাণের কথাও ভাবা হয় না। এবারের রেল বাজেটেই এ বিষয়ে রেলের পরিকল্পনা বিস্তারিত জানানো হবে। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG