অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে ডেমোক্রেটিক ইয়ূথ ফেডারেশন অফ ইন্ডিয়ার রেল অবরোধ কর্মসূচী পালিত হল


ভারতীয় রেলে শূন্যপদে নিয়োগ, পূর্ব রেলের আটটি রুট পশ্চিমবঙ্গে বাতিলের প্রস্তাবের বিরোধিতা -সহ একগুচ্ছ দাবিতে রাজ্যজুড়ে সিপিআইএমের যুব সংগঠন ডেমোক্রেটিক ইয়ূথ ফেডারেশন অফ ইন্ডিয়া ডিওয়াইএফআই-এর রেল অবরোধ কর্মসূচী পালিত হল আজ গোটা রাজ্যেই। আর এই অবরোধের ফলে হয়রানির শিকার যাত্রীরা।ডিওয়াইএফআই-এর রেল অবরোধ কর্মসূচী ঘিরে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া স্টেশনে উত্তেজনা ছড়ায়। বাম সমর্থকদের সঙ্গে বচসা আইএনটিটিইউসি কর্মীদের। অবরোধ চলাকালীন জোর করে ট্রেনে উঠে চালককে ট্রেন চালাতে বাধ্য করার অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠনের সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয় ডিওয়াইএফআই-এর সমর্থকদের। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপর দিকে।রাজ্যেরপশ্চিম বর্ধমান জেলার পানাগড় ও দুর্গাপুর স্টেশনেও শুরু হয় ডিওয়াইএফআই-এর সমর্থকদের অবরোধ। সেই সাথে রাজ্যের নদিয়া জেলার পায়রাডাঙা স্টেশনেও অবরোধ শুরু করেন ডিওয়াইএফআই-এর সমর্থকরা।মেদিনীপুর ও খড়গপুরের গিরি ময়দান স্টেশনেও অবরোধে সামিল হয় ডিওয়াইএফআই-এর সমর্থকরা। পাশাপাশি সকাল এগারোটা থেকে মালদার সামসি স্টেশনে অবরোধ করেন ডিওয়াইএফআই সমর্থকরা।এদিকে রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্যের বীরভূম জেলার সদর সিউড়িতে পুলিসের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়েন ডিওয়াইএফআই কর্মীরা। সিউড়ি স্টেশনে ডিওয়াইএফআই কর্মীরা ঢুকতে গেলে বাধা দেয় পুলিস। তারপরই দুপক্ষ ধ্বস্তাধ্বস্তিতে জড়িয়ে পড়ে। ডিওয়াইএফআই কর্মীদের অভিযোগ, তাঁদেরকে গুলি করে খুনের হুমকি দেয় আরপিএফ জওয়ানরা। তাঁদের উপর লাঠিচার্জও করা হয় খবর।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG