ভারতীয় রেলের দাবি, তারা যে ৮৯,৫০০ নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে, এক সঙ্গে এত বিপুল সংখ্যক নিযুক্তি গোটা পৃথিবীতেই নতুন রেকর্ড। এর মধ্যে গ্রুপ ডি স্তরে নিয়োগ হবে ৬৩,০০০ গ্যাংম্যান, লাইনম্যান, কেবিনম্যান ইত্যাদি ধরণের কর্মীর। বাকি ২৬,৫০০ জনের নিয়োগ হবে প্রধানত লোকো পাইলট স্তরের। এই যে বিরোধীদের অভিযোগ ছিল, মোদি সরকারের আমলে নতুন চাকরি সৃষ্টি হচ্ছে কই, এ বার এক সঙ্গে এত নিয়োগ সেই অভিযোগের ধার ভোঁতা করবে।এ ছাড়া, নিচু স্তরে এত নতুন কর্মী বাড়লে ট্রেন চলাচল নিরাপদ হয়ে উঠবে বলেই আশা। রেলমন্ত্রী পীযুষ গোয়েলও রেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। রেলে কর্মী থাকবার কথা ১৩ লক্ষ। কিন্তু এত পদ ফাঁকা থাকায় রেল চলাচলের সব নিয়ম পালিত হচ্ছিল কিনা সন্দেহ।