অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের ঝাড়খণ্ডে ৫ মহিলা ত্রাণকর্মীকে ধর্ষণ করা হয়


ভারতের কর্মকর্তারা জানিয়েছেন দেশের পূর্বাঞ্চলের ঝাড়খণ্ডের উপজাতি এলাকা থেকে ৫জন মহিলা ত্রাণকর্মীকে বন্দুকের মুখে অপহরণ করা হয় এবং পরে তাদের দলবদ্ধ ভাবে ধর্ষণ করা হয়েছে।

পুলিশকে ঐ মহিলারা জানান, মানব পাচার সম্পর্কে সচেতনতা তৈরির উদ্দেশ্যে একটি নাটক মঞ্চস্থ করার সময় একদল বন্দুকধারী তাদের অপহরণ করে।

পুলিশ জানায় “আশা কিরণ” নামের বেসরকারি ঐ দলটিকেস্থানীয়একটি খৃষ্টান ধর্ম প্রচারকারী দল সাহায্য সহযোগিতা দিয়ে থাকে। পুলিশ ধারণা করছে পাথালগাডি দল ঐ ঘটনার সংগে জড়িত কারণ তারা ঐ এলাকায় বহিরাগতদেরবসবাস পছন্দ করে না ।

XS
SM
MD
LG