ভারতের একটি আদালত , গত বছর নতুন দিল্লিতে বাসের ভেতরে নবীন বয়সি এক নারীর ওপর প্রাণঘাতি বলাত্কার চালিয়েছিলো এমনি চার ব্যক্তিকে দোষি সাব্যস্ত করেছে ।
আজ মঙ্গলবার নতুন দিল্লির ঐ আদালত এবাবদে রায় দিয়েছে । আগামিকাল বুধবার দন্ডবিধান হতে পারে বলে ধারণা করা হচ্ছে । সম্ভবত: ঐ চারব্যক্তির ফাঁসির আদেশ হতে পারে ।
২৩ বছর বয়সি ঐ নারীর ওপর বলাতকার চালানো হয়েছিলো - লোহার রড দিয়ে নিপিড়িত করা হয়েছিলো তাঁকে ডিসেম্বর মাসে । ঐ নারীর পুরূষ সঙ্গীকে বেদম প্রহার করা হয়েছিলো এবং তার পর দুজনকেই বাস থেকে ঝূঁড়ে ফেলে দেওয়া হয়েছিলো ।
সপ্তাহ দুয়েক পরই সিঙ্গাপুরের একটি হাসপাতালে ঐ নারীর মৃত্যু হয় । চিকিত্সার জন্যে তাঁকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিলো ।
আজ মঙ্গলবার নতুন দিল্লির ঐ আদালত এবাবদে রায় দিয়েছে । আগামিকাল বুধবার দন্ডবিধান হতে পারে বলে ধারণা করা হচ্ছে । সম্ভবত: ঐ চারব্যক্তির ফাঁসির আদেশ হতে পারে ।
২৩ বছর বয়সি ঐ নারীর ওপর বলাতকার চালানো হয়েছিলো - লোহার রড দিয়ে নিপিড়িত করা হয়েছিলো তাঁকে ডিসেম্বর মাসে । ঐ নারীর পুরূষ সঙ্গীকে বেদম প্রহার করা হয়েছিলো এবং তার পর দুজনকেই বাস থেকে ঝূঁড়ে ফেলে দেওয়া হয়েছিলো ।
সপ্তাহ দুয়েক পরই সিঙ্গাপুরের একটি হাসপাতালে ঐ নারীর মৃত্যু হয় । চিকিত্সার জন্যে তাঁকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিলো ।