ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টগুলো, প্রাচীন ধর্মীয় কিছু প্রথার বিষয়ে প্রশ্নে তুলেছে। স্রেফ প্রাচীন ধর্মীয় প্রথা বলেই যে কোনও নিয়মকে মেনে নিতে হবে, এই ধারণাটিকেই চ্যালেঞ্জ করছে বিচার বিভাগ।
সম্প্রতি এই বিরোধ বাধছে প্রধানত বিভিন্ন মন্দিরে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও ঢোকবার ও পুজো-প্রার্থনা করবার অধিকার নিয়ে। মহিলাদের ওপর যে সব নিষেধাজ্ঞা শতাব্দীর পর শতাব্দী ধরে বিনা প্রতিবাদে মেনে চলা হত, এখন সেগুলিই চ্যালেঞ্জের মুখে পড়েছে। মুম্বই হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলে দিয়েছে, ভারতীয় সংবিধানে যখন নারী ও পুরুষের সমান অধিকার দেওয়া রয়েছে, সেখানে ধর্মীয় সংস্কার কিংবা পুরোহিতদের নিয়মকানুন সেই অধিকার লঙ্ঘন করতে পারে না। মহারাষ্ট্রে একটি দরগাতেও মহিলাদের প্রবেশে যে বাধা রয়েছে, তা নিয়েও আদালতে যাচ্ছে কয়েকটি সমাজসেবী সংগঠন।
এ সম্পর্কে কোলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।