ভারতের বিতর্কিত ধর্মগুরু, যিনি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন, তার হাজার হাজার ভক্ত আজ রবিবার সির্সায় তার প্রধান আশ্রম ত্যাগ করা শুরু করেছে। সেনাদের সঙ্গে ভক্তদের যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিলো তার অবসান হয়েছে। সির্সা ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত।
রাম রহিম সিং এর সমর্থকরা, সহিংস প্রতিবাদ বিক্ষোভের পর, কর্তৃপক্ষের আবেদনের জবাবে ওই এলাকা ত্যাগ করে। এর আগে সহিংসতায় ৩৬জন নিহত হয় আর আহত হয় প্রায় ৩০০ জন।
সোমবার সিং এর বিরুদ্ধে রায় দেওয়া হবে। কর্মকর্তারা আশংকা করছেন যে সমর্থকরা সিং এর সদর কার্যালয়ের চত্বরে থাকলে আরও গন্ডগোল হতে পারে।
পুলিশ সুত্রে বলা হয় দাঙ্গা শুরু হয় যখন পাঁচকুলার এক আদালত, অনুসারী দুই নারীকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে দোষী সাব্যস্ত করে।