সুপ্রিম কোর্টে বেআইনি রোহিঙ্গা শরণার্থীদের ভারতে বসবাসের অধিকার নিয়ে যে মামলা চলছে, তার পরবর্তী শুনানিতে ভারত সরকারের অবস্থান হবে - কেবল রোহিঙ্গা নয়, যে কোনও দেশ থেকে আগত বেআইনি উদ্বাস্তুদেরই স্বদেশে ফেরত পাঠানোই সরকারের নীতি। এ দেশে যে ৪০,০০০ রোহিঙ্গা উদ্বাস্তু রয়েছে, তাদের মধ্যে কেবল ১১,০০০-এর জাতিসংঘের দেওয়া পরিচয়পত্র আছে। ভারতে ২ কোটি বেআইনি বাংলাদেশী শরণার্থীও রয়েছে। তিব্বত ও শ্রীলঙ্কা থেকে আসা উদ্বাস্তুদের ভারত পুনর্বাসন দিয়েছে। কিন্তু রোহিঙ্গাদের মধ্যে অনেকেই বেআইনি কাজকর্মে লিপ্ত।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।