অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত এবং রাশিয়ার মধ্যে পারমানবিক শক্তি এবং সেনা সহোযগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত


ভারত এবং রাশিয়ার মধ্যে পারমানবিক শক্তি এবং সেনা সহোযগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় নতুন দিল্লিতে বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বৃহস্পুতিবার ভারেতর প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদীর সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকেরে পর দুই পক্ষ থেকেই বলা হয় রাশিযার রাষ্ট্রীয় মালিকানাধীন রোসাটম ভারতে অন্তত ১০টি পারমানবিক চুল্লি তৈরী করবে।

ভারতের জন্য রাশিয়া এ্যাডভান্সড হেলিকপ্টার তৈরী করবে এ বিষয়েও রাজী হয়েছে ভারত সরকার। মিষ্টার পুতিন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং বিরোধীদলীয় নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করবেন।

ইউেক্রনের সংকটে মদদ দেয়ার অভিযোগে রাশিয়া পশ্চিমা বিশ্বের তরফের অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করছে। বিশেষজ্ঞরা বলছেন ঐ নিষেধাজ্ঞার কারনে রাশিয়ার ক্ষতি পোষানোর বিকল্প খুঁজছেন তিনি েই সফরের মধ্য দিয়ে।

XS
SM
MD
LG