অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে পণ্য পরিষেবা কর কার্যকর হচ্ছে


India
India

১ জুলাই, শনিবার থেকে সারা ভারতে কার্যকর হচ্ছে পণ্য পরিষেবা কর। বা, দেশ জুড়ে সব সামগ্রী ও পরিষেবার জন্য একবারই ও অভিন্ন কর ব্যবস্থা। সব রাজ্য সম্মতি দেওয়ার পরেও শেষ মুহূর্তে নানা সংশয়। প্রধানত ছোট ব্যবসায়ীরা বলছেন, তাঁরা তৈরি নন, আরও সময় দেওয়া হোক। অর্থমন্ত্রী অরুণ জেটলি অবশ্য মনে করেন, এত দিনেও প্রস্তুত না হয়ে থাকলে বুঝতে হবে, ইচ্ছেই নেই। কিন্তু, বস্ত্র শিল্পে ৩ দিনের বনধ ডাকা হয়েছে, প্রতিবাদ করছেন অন্যান্য ব্যবসায়ীরাও। ওষুধ ব্যবসায়ীরা বলছেন, কর ব্যবস্থা অদলবদলের বিভ্রান্তিতে ওষুধপত্র ঠিকমত পাওয়া যাবে কিনা, তা নিয়েই সংশয়। পশ্চিমবঙ্গের ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩১ জুনের রাতে সংসদে নতুন কর ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানে দল থাকবে না। অমিত মিত্র কেন্দ্রকে চিঠি দিয়েছেন করের প্রবর্তন পিছিয়ে দিতে। দেশ জুড়ে সবাই প্রস্তুত হন নি বলে এই কর প্রবর্তন হলে অর্থনীতিতে বিপর্যয় আসবে।
এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG