অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে কভিড-১৯’এর দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড


ভারতে একদিনে কভিড-১৯ মহামারীতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রক আজ বলছে গত ২৪ ঘন্টায় সেখানে ৪,৫২৯ জন মারা গেছে । এই প্রথম মহামারীতে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সাড়ে চার হাজারের ও বেশি লোক প্রাণ হারালো। ভারতে করোনাভাইরাসে মোট সংক্রমিত রোগির সংখ্যা ২ কোটি ৫৪ লক্ষ লোক যার মধ্যে ২ লক্ষ ৮৩ হাজার ২ শ’ ৪৮ জন মারা গেছে। ভারতের স্থান যুক্তরাষ্ট্রের পর। এখানে মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ৮৭ হাজার ২ শ ‘ ১৯ জন এবং মোট সংক্রমণ ঘটেছে ৩ কোটি ২৯ লক্ষ লোকের।

ভারতে একদিনে কভিড-১৯ মহামারীতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড সৃষ্টি হয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রক আজ বলছে গত ২৪ ঘন্টায় সেখানে ৪,৫২৯ জন মারা গেছে । এই প্রথম মহামারীতে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সাড়ে চার হাজারের ও বেশি লোক প্রাণ হারালো। ভারতে করোনাভাইরাসে মোট সংক্রমিত রোগির সংখ্যা ২ কোটি ৫৪ লক্ষ লোক যার মধ্যে ২ লক্ষ ৮৩ হাজার ২ শ’ ৪৮ জন মারা গেছে। ভারতের স্থান যুক্তরাষ্ট্রের পর। এখানে মৃত্যুর সংখ্যা ৫ লক্ষ ৮৭ হাজার ২ শ ‘ ১৯ জন এবং মোট সংক্রমণ ঘটেছে ৩ কোটি ২৯ লক্ষ লোকের। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে নতুন করে এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, হাসপাতালগুলোতে তিল ধারণের ক্ষমতা নেই এবং অক্সিজেনের মারাত্মক ঘাটতি পড়েছে। মৃতদের দাহ করার জন্য অস্থায়ী শ্মশান তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি। এ দিকে টোকিও অলিম্পিক্স বাতিলের ক্রমবর্ধমান দাবির মুখেও আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট টমাস ব্যাক আজ টোকিওতে বলেন যে অলিম্পিক্স এবং তার পর প্যারা অলিম্পিক্স সকলের জন্য নিরাপদ। ব্যাক প্রতিশ্রুতি দেন যে অলিম্পিক ভিলেজের ৮০% ‘এর এ বেশি বাশিন্দাকে কভিড-১৯ ‘এর টীকা দেয়া হবে এবং বিভিন্ন অলিম্পিক কমিটির অতিরিক্ত চিকিত্সাকর্মীরা খেলার সময়ে সাহায্যের জন্য উপস্থিত থাকবেন। তবে এই অলিম্পিক্স বাতিল করার দাবি আরও সোচ্চার হয় যখন টোকিও চিকিত্সাকর্মীদের সমিতি, যা ৬,০০০ প্রাথমিক চিকিত্সকদের প্রতিনিধিত্ব করে , সোমবার প্রধানমন্ত্রী ইয়োশিহিদো সুগাকে খোলা চিঠি দিয়ে সতর্ক করে দেন যে জাপানের রাজধানীর হাসপাতালগুলোতে আর কোন জায়গা নেই।

XS
SM
MD
LG