অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে নির্মীয়মাণ সাবমেরিনের গোপন তথ্য ও নকশা ফাঁস হয়ে গেছে


The INS Kalvari, one of the six Scorpene diesel-electric attack submarines, is set afloat at the naval dockyard in Mumbai, India, Thursday, Oct. 29, 2015.
The INS Kalvari, one of the six Scorpene diesel-electric attack submarines, is set afloat at the naval dockyard in Mumbai, India, Thursday, Oct. 29, 2015.

ভারতে নির্মীয়মাণ সাবমেরিনের গোপন তথ্য ও নকশা চাঞ্চল্যকরভাবে ফাঁস হয়ে গেল। ফাঁস হয়ে গেল বাইশহাজার চারশো পাতার গোপন নথি। মুম্বইয়ের মাজগাঁও ডকে প্রায় সাড়ে তিন বিলিয়ন মার্কিন ডলার যাভারতীয় টাকায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে নৌবাহিনীর এই অতিআধুনিক সাবমেরিন। তৈরি হবে মোট ছ’টি সাবমেরিন। তৈরি করছে ডিসিএনএস নামে ফরাসি কোম্পানি। দেশের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা প্রকল্প এটি। কিন্তু ওই সাবমেরিনের তথ্য তথা প্রযুক্তিগত খুঁটিনাটি কীভাবে কে ফাঁস করল, তা নিয়ে তোলপাড় গোটা দেশ। শুরু হয়েছে জবাব তলবের পালা।
কেবল ভারতই নয়। নিরাপত্তাজনিত গোপনীতার এই তথ্য প্রকাশ্যে চলে আসায় অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্টও চিন্তিত। প্রথমত এই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ভারতের আপাত ‘শত্রু’ দেশ পাকিস্তান এবং পাকিস্তানকে বিভিন্নভাবে মদত দেওয়া চিনের হাতে অনেক গোপন বিষয় চলে যাবে বলে আশঙ্কা।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG